সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

কলাপাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
আপন নিউজ রিপোর্টঃ কলাপাড়ায় বাড়ির উঠানে খেলা করার সময় সবার অগোচরে পুকুরে পড়ে পানিতে ডুবে মারা গেছে দুই বছরের শিশু এসমানুর গাজী। সোমবার দুপুরে উপজেলার ধানখালী ইউনিয়নের দাসের হাওলা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। মৃত শিশু একই এলাকার কালাম গাজীর ছেলে।
নিহত শিশুর বড় ভাই সজল গাজী জানান, দুপুরে বাড়ির উঠানে প্রতিবেশী শিশুদের সাথে খেলা করছিলো এসমানুর। এ সময় বাড়ির অভিভাবকরা রান্নাসহ গৃহস্থালী কাজে ব্যস্ত ছিলো। খেলার ছলে সবার অগোচরে সে পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাকে উঠানে না দেখে পুকুর পাড়ে খু্ঁজতে গেলে পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে। ঈদের পর পরিবারের কনিষ্ট শিশুর মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply