সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

পটুয়াখালী ও কলাপাড়া সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে মানববন্ধন
আপন নিউজ ডেস্কঃ দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে পটুয়াখালীতে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টাল এ কর্মরত সাংবাদিকরা।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। পটুয়াখালী প্রেসক্লাবের উদ্দোগে অনুষ্ঠিত এ
মানববন্ধনে সিনিয়র সাংবাদিক রোজিনার মুক্তি দাবী করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী ও পটুয়াখালী টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন’র সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স। এছাড়া বিকেল ৫টায় প্রথম আলো বন্ধু সভার উদ্দোগে সাংবাদিক
রোজিনার মুক্তি দাবী করে মানববন্ধন করেছে প্রথম আলো, পটুয়াখালী বন্ধু সভার সদস্যরা।
একই দিন মঙ্গলবার বিকাল ৫ টায় সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করে কলাপাড়া গণমাধ্যমকর্মীরা। কলাপাড়া প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এ মানবন্ধেনে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সম্পাদক এসএম মোশাররফ হোসেন মিন্টু, সাবেক সম্পাদক মোহসিন পারভেজ, নেছার উদ্দিন আহমেদ টিপু, সাংবাদিক মিজানুর রহমান বুলেট, সাইফুল ইসলাম রয়েল, রাসেল মোল্লা প্রমূখ।
এদিকে পেশাগত দায়িত্ব পালনকালে অনুসন্ধানী প্রতিবেদক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে দীর্ঘ সময় আটকে রেখে হেনস্তা এবং রাতে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে যেভাবে নথি চুরির মামলা দেওয়া হয়েছে তাতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র নির্বাহী পরিচালক ড.ইফতেখারুজ্জামান বলছেন, “স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিভিন্ন সময়ে সংঘটিত অনিয়ম ও দুর্নীতি এবং করোনা সংকট মোকোবেলায় প্রতিষ্ঠানটির সমন্বয়হীনতা, পেশাদারিত্বের যে ঘাটতি ও স্বরূপ রোজিনা ইসলামের সাম্প্রতিক প্রতিবেদনসমূহে উঠে এসেছে, এটাকে তারই ক্ষুদ্ধ প্রতিক্রিয়া বিবেচনা করাই স্বাভাবিক। এখন পর্যন্ত যারা কিছুটা হলেও নীতি ও নিষ্ঠার সাথে সাংবাদিকতা করছেন, শত প্রতিকূলতা সত্ত্বেও অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে নিয়মিত জনস্বার্থ রক্ষার চেষ্টা করছেন, এটা তাঁদের জন্য দুর্নীতিবাজদের পক্ষ থেকে একটি হুঁশিয়ারি বার্তা বলে মনে করি। এর রেশ আমাদের ধারণারও বাইরে। ”
এছাড়া এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে), অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ দেশি-বিদেশি বিভিন্ন সংগঠন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply