মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

আপন নিউজ রিপোর্ট।। ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সহ-সভাপতি মো. মুরসালিন আহম্মেদ ও কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ইয়ামিন আহম্মেদ এর পিতা আব্দুল লতিফ গাজী (১০৫) মৃত্যুবরন করেছেন ।
তিনি দীর্ঘদিন ফুসফুসে ক্যান্সার আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। বৃহষ্পতিবার তাকে বাড়িতে নিয়ে এলে মঙ্গলবার সন্ধ্যায় তিনি ধানখালী ইউনিয়নের পাটুয়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, ৪ পুত্র ও ৪ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার সকাল ১০ টায় চম্পাপুর হাফিজিয়া আল-মদিনা মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমের জানাজা নামাজ সম্পন্ন হলে পারিবারিক কনস্থানে দাফন করা হয়।
এদিকে মরহুম’র পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আলহাজ্ব মহিববুর রহমান মহিব এমপি, সাবেক প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার, সিনিয়র সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা মহিলা আওয়ামী লীগ’র আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা।
এছাড়াও পটুয়াখালী জেলা পরিষদ সদস্য মো. ফিরোজ সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. সাইদুর রহমান সাইদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস প্রমূখ সহ কলাপাড়া উপজেলা যুবলীগ, মহিপুর থানা যুবলীগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply