শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

সঞ্জিব দাস, গলাচিপা।। গলাচিপায় হতদরিদ্র পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী দেয়া উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৭ জুলাই) বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলার ১২টি ইউনিয়নে ও ১টি পৌরসভায় হতদরিদ্র পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, আধা কেজি চিনি, ১ টি সাবান ও ১ কেজি লবন।
বুধবার বিকেলে উপজেলা প্রশাসন হল রুমে নিমু দাস সহ হত দরিদ্র মানুষের মাঝে উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন সাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিষ কুমার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন ওইসব খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার বলেন, সারাদেশে করোনা ভাইরাস সংক্রমণ রোধে লকডাউন চলছে। লকডাউনে সব কিছু বন্ধ থাকায় নিম্ন আয়ের মানুষ সমস্যায় পড়েছে। লকডাউনের কারণে তারা যেন ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী তাদের মধ্যে বিতরণ করা হয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply