মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

চঞ্চল সাহা।। কলাপাড়ায় মোসা.হাবিবা আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মধ্যচম্পাপুর গ্রামে গৃহবধূর শ্বশুর বাড়ী থেকে লাশটি উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জের ধরে রবিবার রাতে সে ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। এ ঘটনায় থানায় একটি ইউ,ডি মামলা হয়েছে।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.আসাদুর রহমান জানান, বরগুনার জেলার আমতলী উপজেলার সোনাখালী গ্রামে বাবার বাড়ী থেকে গত এক সপ্তাহ আগে সে শ্বশুর বাড়ী আসে। পরিবারে অভাব-অনটন থাকায় স্বামী মো.হামিমের সাথে প্রায়ই তার বিবাদ লেগে থাকতো। এর জের ধরেই হাবিবা নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply