ইলিশ ধরতে গিয়ে তীব্র ঢেউয়ে ট্রলারডুবি; প্রাণে রক্ষা পেলেন ১৫ জেলে | আপন নিউজ

বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনায় প্রচারণায় এগিয়ে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন দেশি-বিদেশি শক্তি নির্বাচন বানচাল করতে চায়: সংবাদ সম্মেলনে ভিপি নুর আমতলীতে গাছের ডাল কাটতে গিয়ে ছিটকে পড়ে শ্রমিক নি’হ’ত কলাপাড়ায় অ’বৈ’ধ বালু উত্তোলন: ৫০ হাজার টাকা জ’রি’মা’না, কা’রা’দণ্ডের আদেশ কলাপাড়ায় ই’য়া’বা বিক্রির দায়ে দুই যুবকের কা’রা:দ’ণ্ড কলাপাড়ায় ১.৫ কিলোমিটার খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি ম’দ উ’দ্ধা’র, আ’ট’ক-৪ কলাপাড়ায় মসজিদের ইমামকে পি’টি’য়ে র’ক্তা’ক্ত জ’খ’ম মহিপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁ’জাসহ মা’দ’ক ব্যাবসায়ী আ’ট’ক নি’খোঁ’জে’র তিন দিন পর শিবচর থেকে কলাপাড়ার কৃষিবিদের ম’রদে’হ উদ্ধার
ইলিশ ধরতে গিয়ে তীব্র ঢেউয়ে ট্রলারডুবি; প্রাণে রক্ষা পেলেন ১৫ জেলে

ইলিশ ধরতে গিয়ে তীব্র ঢেউয়ে ট্রলারডুবি; প্রাণে রক্ষা পেলেন ১৫ জেলে

আপন নিউজ অফিসঃ বঙ্গোপসাগরে ইলিশ ধরতে গিয়ে তীব্র ঢেউয়ে ডুবে গেছে একটি ট্রলার। তবে ট্রলারে থাকা ১৫ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।




রোববার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় কুয়াকাটা সংলগ্ন এক কিলোমিটার গভীরে বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।

ট্রলারে থাকা মাঝি আলী হোসেন জানান, গত শুক্রবার (১০ সেপ্টেম্বর) আলীপুর মৎস্য বন্দর থেকে সাগরে মাছ ধরতে যান ১৫ জেলে। শনিবার (১১ সেপ্টেম্বর) দিনগত রাতে সমুদ্র হঠাৎ উত্তাল হয়ে ওঠে। পরে গভীর সমুদ্রে না গিয়ে বন্দরের দিকে ফিরে আসতে শুরেু করেন তারা। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে পৌঁছালে ঢেউয়ের তোড়ে তাদের ট্রলার উল্টে যায়।

ট্রলারে থাকা আরেক জেলে ফারুক গাজী জানান, উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গে সব জেলে ট্রলারের ওপর উঠে দাঁড়ান। কিছুক্ষণ পরই ওয়াটার বাইকে করে কয়েকজন ট্যুর গাইড ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করেন।

সি বিচ ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক লিটন বলেন, ‘হঠাৎ দেখলাম একটি ট্রলার উল্টে গেছে। লোকগুলো তার ওপর দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে আমার তিনটি ওয়াটার বাইকসহ পাঁচজন ট্যুর গাইডকে সেখানে পাঠাই। পরে তারা জেলেদের উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে আসেন। এই উত্তাল ঢেউয়ের মাঝে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ১৫ জন জেলেকেই তীরে নিয়ে আসা সম্ভব হয়েছে।’

জোয়ারের সময় দুর্ঘটনাকবলিত ট্রলারটি সৈকতের সানসেট ব্লক পয়েন্ট এলাকায় নিয়ে আসা হয়। এসময় ট্রলারটি দেখতে ভিড় জমান উৎসুক জনতা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!