বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

আপন নিউজ অফিসঃ কুয়াকাটা পৌরসভার (৭, ৮, ৯ নং ওয়ার্ড) সংরক্ষিত নারী কাউন্সিলর পদের উপ-নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। তিন নারী প্রার্থীর মধ্যে রেহেনা বেগম (জবা ফুল) ৭০১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হাফিজা বেগম (অটোরিকশা)। তিনি পেয়েছেন ৫৩৭ ভোট ও মোসাঃ নূরুননাহার বেগম (আনারস মার্কা) পেয়েছে- ৪৯৪ ভোট। এতে ১৬৪ ভোট বেশি পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন রেহেনা বেগম।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে তিনটি ভোট কেন্দ্রে একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। ২ হাজার ৬ ’শ ৯৬ জন ভোটারের মধ্যে ১৮’শ ১৯ ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করেছেন।
কলাপাড়া উপজেলা নির্বাচন অফিসার মো. আবদুল রশিদ জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তিনজন ম্যাজিষ্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন ছিল।
উল্লেখ, গত ২৯ জুন সংরক্ষিত নারী কাউন্সিলর হোসনেয়ারা বেগমের মৃত্যুতে নারী কাউন্সিলরের পদটি শূন্য হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply