বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

আপন নিউজ অফিসঃ ‘বাল্যবিবাহ নিরোধকল্পে জাতীয় পরিকল্পনা বাস্তবায়ন জোরদারকরণ বিষয়ক ওরিয়েন্টেশন’ মঙ্গলবার সকাল দশটায় কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেভেলেপমেন্ট এর বাস্তবায়নে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহযোগিতায় অনুষ্ঠিত ওরিয়েন্টশনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনা পরভীন সীমা। সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানসহ এ সংক্রান্ত কমিটির সদস্যরা ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেন।
বিষয়ভিত্তিক পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন প্রকল্পের পরামর্শক রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সমন্বয়কারী নিতেশ মন্ডল। আলোচকরা কলাপাড়ায় বাল্যবিবাহ রোধে সবাই একযোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply