গলাচিপায় জমি ও ঘর পেল ২১০ পরিবার | আপন নিউজ

শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বেপরোয়া বাসের চা’পা’য় ২ দিনে দুইজন নি’হ’ত তালতলীতে আওয়ামীলীগ নেতার বি’রু’দ্ধে জমি দ’খ’লে’র অভিযোগ বরগুনা-১ আসনে প্রতিক পেয়েই প্রচারে দুই প্রার্থী; দুই প্রার্থী নিরব কলাপাড়ায় জ্বালানি–বিদ্যুৎ খাতের খসড়া মহাপরিকল্পনা বাতিলের দাবিতে প্রতিবাদ কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ইউপি দফাদার নি’হ’ত, বাবা গুরু’ত’র আ’হ’ত ডাকসুর মতো ১২ তারিখ ট্রাকের বিজয় ইতিহাস সৃষ্টি করবে- নুরুল হক নুর আগামীতে বুক ফুলিয়ে চলতে চাই, কোন দু’র্নী’তি অ’নি’য়ম সহ্য করা হবে না-ডা: জহির উদ্দিন কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বেপরোয়া বাসের চা’পা’য় মানসিক ভারসাম্যহীন নারী নি’হ’ত কলাপাড়ায় ভাড়া বাসায় দুর্ধ’র্ষ চু’রি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লু’ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে কলাপাড়ায় অভিভাবক সমাবেশ
গলাচিপায় জমি ও ঘর পেল ২১০ পরিবার

গলাচিপায় জমি ও ঘর পেল ২১০ পরিবার

সঞ্জিব দাস, গলাচিপাঃ মুজিববর্ষ উপলক্ষে গলাচিপায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে জমিসহ ঘর পেলেন ২১০ ভূমিহীন ও গৃহহীন পরিবার।

মঙ্গলবার সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৪৯২টি উপজেলায় ৩২ হাজার ৯০৪টি গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় গলাচিপা উপজেলা প্রশাসন অফিসার্স ক্লাবে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের সাথে যুক্ত হয়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনসহ উপকারভোগীদের সাথে মতবিনিময় প্রদর্শন করেন। ভার্চুয়াল সভা শেষে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি এসএম শাহজাদা এমপি উপকারভোগী পরিবারের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেন।

এসময় ঘরের চাবি ও দলিল পেয়ে উপকারভোগী বিধবা জয়তুন বিবি বলেন, ‘আমি এদ্দিন রাস্তার পাশে ভাঙা ঘরে থাকতাম। একটু বাতাস অইলেই ঘরের চালের পলিথিন উইড়্যা যাইত। দেউই (বৃষ্টি) অইলে বিছানা বালিশ ভিজ্জা যাইত। আল্লার রহমতে শেখ হাসিনা আমারে একখান দালান (পাকা) ঘর ও জমি দেছে। এহন আমার আর কোনো কষ্ট অইব না। আল্লায় যেন শেখ হাসিনারে আবারও প্রধানমন্ত্রী বানায়। আল্লায় শেখ হাসিনারে হায়াত দেউক।

এর আগে, উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে, পৌর মেয়র আহসানুল হক তুহিন, বীর মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন তালুকদার ও গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!