শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

সঞ্জিব দাস, গলাচিপা।। গলাচিপায় সংসদ সদস্য এস এম শাহজাদা’র ঐচ্ছিক তহবিল থেকে ৫৫ জন হত দরিদ্র অসহায়, বিধবা-বৃদ্ধ-পরিবার কে ২ লাখ ৭৫ হাজার টাকার (প্রতিজন কে ৫ হাজার টাকা করে) অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
২৪ আগস্ট সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুম সভাকক্ষে গলাচিপা উপজেলা প্রশাসন এর আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও নৌ-পরিবহন মন্ত্রনালয় স্থায়ী কমিটির সদস্য এস এম শাহজাদা। বিশেষ অতিথি ছিলেন গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম,পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহাবুব হাসান শিবলী,ও প্রেস ক্লাব সভাপতি সুমিত কুমার দত্ত মলয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।
এসময় মাননীয় সংসদ সদস্য এস এম শাহজাদা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার মানুষের কল্যাণে যে,সহায়তা দিয়ে যাচ্ছে তা বিশ্বে বিরল দৃষ্টন্ত স্থাপন করেছে। পরে তিনি গলাচিপা উপজেলা প্রকৌশলী কার্যালয় (এলজিইডি) এর অর্থায়নে ৬৭টি স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠানের শ্রেণি কক্ষের জন্য ১শত ৮৭টি বৈদ্যুতিক সিলিং ফ্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেন। এছাড়াও দুস্থ প্রশিক্ষিত নারীদের মাঝে ৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply