কলাপাড়ায় ডিজেল পাচারকারী দলের তিন সদস্য সহ ট্রলার আটক | আপন নিউজ

সোমবার, ০৬ মে ২০২৪, ০৩:৪৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গরুতে ঘাস খাওয়া নিয়ে দ্বন্দ্ব; দুজনকে কু’পি’য়ে জ’খ’ম করার অভিযোগ। কলাপাড়ায় প্রান্তিক কৃষকের মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরণ আমতলীতে হতদরিদ্র পেল উপহারের ঘর কলাপাড়ায় তৃষ্ণার্ত মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ কলাপাড়ায় পানিতে ডুবে দুই শি’শু’র মৃ’ত্যু ’উপজেলা পরিষদ নির্বাচন হবে ভয় ভীতিহীন, স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন’ -দুর্যোগ ও ত্রান প্রতিমন্ত্রী কলাপাড়ায় মাছ লু’টে বা-ধা: দূর্বৃত্তদের হা’ম’লা’য় ঘের মালিকের ছেলে গু’রু’তর জ’খ’ম আমতলীতে সাংসদের উদ্যোগে তৃষ্ণার্ত মানুষের মাঝে খাবার স্যালাইন ও সুপেয় পানি বিতরন আমতলীতে রাজহাঁস নিয়ে দুই পক্ষের সং’ঘ’র্ষে আ’হ’ত-৯ মানুষের কৃতকর্মে বিষাক্ত হয়ে উঠছে পৃথিবী
কলাপাড়ায় ডিজেল পাচারকারী দলের তিন সদস্য সহ ট্রলার আটক

কলাপাড়ায় ডিজেল পাচারকারী দলের তিন সদস্য সহ ট্রলার আটক

আপন নিউজ অফিস: কলাপাড়ায় আন্ধারমানিক নদী পথে পাচারকালে তিন হাজার ৯০০ চোরাই ডিজেল এবং পাচারকারী দলের তিন সদস্য সহ একটি ট্রলার আটক করেছে কোষ্টগার্ড সদস্যরা।

আটককৃতরা হলেন পান্না মিয়া, মিজানুর রহমান ও মেহেদি হাসান। শুক্রবার ভোর রাত ৫ টার দিকে আন্ধারমানিক নদীর টিয়াখালী মোল্লাকান্দা মোহনা থেকে কোষ্টগার্ড সদস্যরা তাদের আটক করেন।
পায়রা বন্দর কোষ্টগার্ড সিকিউরিটি ষ্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম কামাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা নদীতে অভিযান চালিয়ে একটি ষ্টিলবডি একটি ট্রলার ও ২০টি কন্টেইনারে রাখা ৩৯০০ লিটার ডিজেলসহ ওই তিনজনকে আটক করেন। দীর্ঘদিন ধরে সমুদ্র পথে এসব ডিজেল পাচার হচ্ছিল বলে তিনি উল্লেখ করেন। শুক্রবার দুপুরে আটক পান্না মিয়া, মিজানুর রহমান ও মেহেদি হাসানকে কলাপাড়া থানায় প্রেরণ করা হয়েছে। জব্দ করা ট্রলার ও ডিজেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে বলে কোষ্টগার্ড কর্মকর্তা জানান। আটকৃতরা কলাপাড়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!