বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

আপন নিউজ অফিস: কলাপাড়ায় দূরপাল্লার যাত্রীবাহী বাস ও ট্রাক থেকে বিপুল পরিমাণ জাটকা উদ্ধার করেছে কলাপাড়া মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার শেষ বিকাল থেকে গভীর রাত পর্যন্ত কলাপাড়ার শেখ কামাল সেতুর টোলপ্লাজা এলাকা থেকে এসব মাছ জব্দ করা হয়েছে।
এসময় ভ্রাম্যমাণ আদালত একটি ট্রাক জব্দ করে এবং ট্রাকে থাকা মোঃ মুরাদ ও আলী আজগর কে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। বাকি ৮ বাসের সুপারভাইজারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলাপাড়ায় উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য।
মৎস্য বিভাগ জানায়, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ২৫ সেন্টিমিটারের ছোট জাটকা ক্রয়, বিক্রয়, পরিবহন ও মজুত দণ্ডনীয় অপরাধ। ১২ ইঞ্চির ছোট পাঙাশ মাছের জন্যও অনুরূপ আইন প্রযোজ্য।
উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য জানান, ভ্রাম্যমাণ আদালতের কাছে দণ্ডপ্রাপ্তরা তাদের অপরাধ স্বীকার করেছে। জব্দকৃত এসব মাছ মাদ্রাসা, এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। জাটকা বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply