শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

সঞ্জিব দাস, গলাচিপা: গলাচিপায় ঐতিহাসিক ৭ মার্চের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আব্দুল মমিন, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সজল দাস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ওমর ফারুক, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন সানু ঢালী, উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুল ইসলাম মিয়া প্রমুখ।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply