মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

আপন নিউজ অফিসঃ কলাপাড়া পৌর শহরের নতুন বাজারের আধুনিক বস্ত্রালয় আগুন। তাৎক্ষণিক ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এতে গার্মেন্টসে থাকা সামান্য মালামাল রক্ষা করতে পারলেও অধিকাংশ কাপড়-চোপড়, আসবাবপত্র পুড়ে যায়।
সোমবার (৮ মে) আনুমানিক রাত ২ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, আনুমানিক রাত ২ টার দিকে স্থানীয়রা আগুন জ্বলতে দেখে কলাপাড়া ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম। এতে অনু: ৮ লক্ষ টাকার ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ী মো: শামীম আহম্মেদ জানায়। আগুন লাগার সূত্রপাত নিশ্চিত হতে না পারলেও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply