শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

আপন নিউজ অফিসঃ পটুয়াখালী সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মো. জসীম ও কলাপাড়া থানায় মো. আলী আহম্মেদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার (৪ জুলাই) রাতে কলাপাড়া থানা ও বুধবার (৫ জুলাই) পটুয়াখালী সদর থানায় দায়িত্ব হস্তান্তর হয়। এছাড়া পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানকে বরিশাল জেলা পুলিশে বদলি করা হয়েছে।
৩ জুলাই পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম বিপিএম, পিপিএম এর সই করা চিঠিতে তাদের বদলি করা হয়। কলাপাড়া থানার ওসি মো. আলী আহমেদ এর আগে রাঙ্গাবালী ও নলছিটি থানায় দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন।
অন্যদিকে পটুয়াখালী সদর থানার ওসি মো. জসীম এর আগে দশমিনা ও কলাপাড়া থানার ওসি এবং পটুয়াখালী সদর থানায় (ওসি অপারেশন) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। জানা গেছে, পুলিশের নিয়মিত কর্মস্থল পরিবর্তনের অংশ হিসেবে এ বদলির আদেশ দেওয়া হয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply