সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

মো.শরিফুল হক শাহীনঃ কলাপাড়ায় মৎস্য বন্দর আলীপুরের ব্যবসায়ীর হাত-পায়ের রগ কর্তনকারী সন্ত্রাসীদের গ্রেফতারপূবর্ক দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বাজার ব্যবসায়ীরা। রবিবার বেলা ১১ টায় আলীপুর বাজারের প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে দুই শতাধিক ব্যবসায়ীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
এসময় লতাচাপলী ইউপি চেয়ারম্যান মো. আনছার উদ্দিন মোল্লা, লতাচাপলী ইউনিয়ন আ’লীগ সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান বিশ্বাস, আলীপুর বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো. সোহরাফ হোসেন, ভিকটিম আ.হালিম হাওলাদারের অভিভাবক খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আব্দুর রহিম হাওলাদার বক্তব্য রাখেন। বক্তারা সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলত শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ২০ সেম্পেম্বর (বুধবার) রাত ৯টার দিকে আলীপুরের রেঁস্তোরায় নাস্তা খাওয়া অবস্থায় সৎচাচা শাহীন হাওলাদারের নেতৃত্বে সন্ত্রাসীরা কুপিয়ে হাত-পায়ের রগ কর্তন করেছেন। ভিকটিম হালিম হাওলাদার বর্তমানে ঢাকা মেডিকেলে মৃত্যুর সংগে পাঞ্জা লড়ছে।
মহিপুর থানার ওসি মো ফেরদৌস আলম খান জানান, তিনজনকে ঘটনার পরপরই গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply