সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

আপন নিউজ অফিসঃ বিএনপি-জামায়াতের ডাকে রবিবারের হরতাল কলাপাড়ায় পালিত হয়নি। সড়কে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। অফিস-আদালত, দোকানপাট, ব্যাংক-বীমা প্রতিদিনের মতো স্বাভাবিক ছিল। কলাপাড়া থেকে কুয়াকাটা-পটুয়াখালী-বরিশাল রুটে বাস চলাচল করেছে। এক কথায় কোথাও কোন প্রভাব ছিল না হরতালের। হরতালের পক্ষে সরকার বিরোধী কোন মিছিল-মিটিং কিংবা পিকেটিং হয়নি। আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিল সমাবেশ হয়েছে। তবে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল ছিল কম।
এদিকে নাশকতার শঙ্কায় শনিবার রাতে কলাপাড়া থানা পুলিশ কলাপাড়ার বিভিন্ন স্থান থেকে সন্দেহভাজন হিসেবে ছয়জনকে গ্রেপ্তার করেছে। এরা হচ্ছেন, সজীব গাজী (২০), সলেহমান (৪৮), নুর আলম (৫৫), সেলিম শরীফ (৫২), আলম তালুকদার (৪২) ও শাহিন হাওলাদার (৩০)। এরা সকলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে পুলিশ জানিয়েছেন। তবে হরতালের কারণে কুয়াকাটায় পর্যটকের উপস্থিতি কমে গেছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply