সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

আপন নিউজ অফিসঃ পেশাগত দায়ীত্ব পালন কালে ঢাকায় ২৮ অক্টোবর সাংবাদিকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বেলা ১১ টায় শহীদ সুরেন্দ্র মোহন চৌধূরি সড়কে এ মানববন্ধন হয়। কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র আয়োজন এতে সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি এসকে রঞ্জন, প্রেসক্লাবের সদস্য মিলন কর্মকার (রাজু), রিপোটার্স ক্লাবের সভাপতি এইচ আর মুক্তা,রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক ফরিদউদ্দীন (বিপু), রিপোর্টার্স ক্লাবের প্রচার সম্পাদক ইমন আল আহসান,কালবেলা কুয়াকাটা প্রতিনিধি সাইদুর রহমান (সাইদ) প্রমুখ।
এসময় বক্তারা বলেন,রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সংবাদপত্র আর এর প্রতিনিধিত্ব করে সাংবাদিকরা। কিন্তু গত ২৮ অক্টোবর ঢাকায় পেশাগত দায়ীত্ব পালন কালে সাংবাদিকদের উপর যে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটছে আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শিঘ্রই এ ঘটনায় জরিত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply