সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

আপন নিউজ অফিসঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পটুয়াখালী-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফর্ম আজ তৃতীয় দিনে ৭ জন সংগ্রহ করেছেন। এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। শনিবার (১৮ নভেম্বর) সকালে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু হয়।
পটুয়াখালী-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী হলেন,
এ্যাড: শামীম আল সাইফুল সোহাগ, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি,
মোঃ শফিকুল আলম বাবুল, সাংগঠনিক সম্পাদক, কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ ও ভাইস চেয়ারম্যান কলাপাড়া উপজেলা,
সৈয়দ মোঃ আখতারুজ্জামান কোক্কা, সভাপতি, কলাপাড়া মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড ও সাবেক সদস্য, কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ,
সৈয়দ মশিউর রহমান শিমু, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক, কলাপাড়া উপজেলা আওয়ামী যুবলীগ,
ইঞ্জিনিয়ার মোঃ নাসির উদ্দিন, বিশেষজ্ঞ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটি,
গৌতম চন্দ্র হাওলাদার, সাবেক সহ-সভাপতি, কলাপাড়া উপজেলা ছাত্রলীগ,
মোহাম্মদ বাশেদ সিমন, সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি।
এর আগে পটুয়াখালী-৪ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৩ জন। এ নিয়ে মোট ২০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply