সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় এক রাতে ৯ টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে পৌর শহরের সদর রোড এবং নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এক সংগে ৯ দোকান চুরির ঘটনায় নতুন বাজার কাপুড়িয়া পট্টি সড়কে জরুরী সভা করেছে কলাপাড়া বাজার ব্যাবসায়ী সমিতি। এ সভায় উপস্থিত ছিলেন ১১৪ পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, সাবেক চেয়ারম্যান মো.কেরামত হাওলাদার সহ পৌর শহরের ব্যাবসায়ী বৃন্দ।
এতে সভাপতিত্ব করেন বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি মো.নাজমুল আহসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো.শহীদুল ইসলাম, সহ সভাপতি মোঃ শাহআলম, সিনিয়র সহসভাপতি বিল্লাল খান কাবুল, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সুমন, যুগ্ন সম্পাদক মো: রেহান উদ্দিন (রেহান), ব্যবসায়ী শাহজাহান পললান, বিকাশ সাহা প্রমুখ।
ব্যাবসায়ীদের দেয়া তথ্য মতে সদর রোডস্থ কাজী ড্রাগ,নান্নু ট্রেডার্স এবং নতুন বাজারের সুবর্ণা বস্ত্রালয়,নুর বস্ত্রালয়, তাহিরা ফ্যাশন,শাহী গার্মেন্টস, বাদশা লাইব্রেরী,শাহা কেবিন ও নরেন্দ্র শাহার মুদি দোকান। মোট ৯টি দোকান থেকে কি পরিমান নগদ টাকা ও মালামাল নিয়ে গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এবিষয়ে কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহমদ জানান,ঘটনাস্থল পরিদর্শন করেছি সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। চোর চক্রকে গ্রেফতারে পুলিশি অভিযান শুরু করা হয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply