সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

আপন নিউজ অফিসঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি আচরণ বিধি ও আইন শৃঙ্খলা বিষয়ক বিধি প্রতিপালন বিষয়ে পটুয়াখালী-৪ আসনের প্রার্থীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে জেলা পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম।
এমপি প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান, স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী মোঃ মাহবুবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল ইসলাম লিটন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মশাল প্রতীকের বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের আ. মন্নান।
এছাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কোশিক আহমেদ, কলাপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আলী আহম্মেদ সহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply