সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

চঞ্চল সাহাঃ কলাপাড়ায় শহীদ আলাউদ্দিনের ৫৫ তম শাহাদাৎ বাষির্কী উপলক্ষে এক স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদ কলাপাড়ার উদ্যেগে হাজীপুর মসজিদ মার্কেট মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শিক্ষক আবুল হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদ বরিশাল জেলার সভাপতি ও ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি খান আলতাফ হোসেন ভুলু, বাংলাদেশ ওয়াকার্স পার্টি বরিশাল জেলার সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বরিশালের বিশিষ্ট লেখক ও কবি মো. মোস্তাফিজুর রহমান, কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ড.শহিদুল ইসলাম বিশ্বাস, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.বাবুল মিয়া, হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুল মজিদ মিয়া, শহীদ আলাউদ্দিনের ভাই আবুল কালাম, প্রকৌশলী মো.ইয়াকুব আলী, শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের যুগ্নসম্পাদক তায়েব মাঈনুদ্দিন তোহা সহ প্রমূখ নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন কমরেড নাসির তালুকদার।
উল্লেখ্য, ১৯৬৯ সালের ২৮ জানুয়ারি বরিশাল এ,কে স্কুলের নবম শ্রেনিতে পড়াশোনা অবস্থায় আইয়ুব বিরোধী মিছিলে অংশ গ্রহন করতে গিয়ে ই,পি, আর, এর গুলিতে মৃত্যুবরন করেন শহীদ আলাউদ্দিন। তাঁর বাড়ি কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর গ্রামে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply