সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

মেজবাহউদ্দিন মাননুঃ যে কোন সময় ধসে প্রাণহানিসহ বড় ধরনের দুর্ঘটনার প্রবল শঙ্কা রয়েছে। তারপরও আয়রণ ব্রিজটির ওপর দিয়ে চরম ঝুঁকি নিয়ে যাত্রীবাহী অটো, টমটম ও ভাড়াটে মোটরসাইকেল চলাচল করছে। উপজেলার লতাচাপলী ইউনিয়নের ল²ীর খালের ওপর বহু আগে নির্মিত আয়রণ ব্রিজটির এমন বেহাল দশা। ব্রিজটি পেরিয়ে তাহেরপুর গ্রাম থেকে আজিমপুর গ্রামে পার হয়ে বিভিন্ন পথে প্রতিদিন শত শত মানুষ চলাচল করছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, আয়রণ স্ট্রাকচারের ওপরের ঢালাই ভেঙ্গে দুই পাড় দিয়ে পড়ে গেছে। শুধু রডের স্ট্রাকচার মৃত মানুষের কঙ্কালের মতো পড়ে আছে। তার উপরে তক্তা দিয়ে জোড়াতালি দিয়ে কোনমতে যানবাহন চরম ঝুঁকিতে চলাচল করছে। ব্রিজটির আয়রনের অধিকাংশ স্ট্রাকচার জং ধরে ভেঙ্গে গেছে। খুটিগুলোর ক্রস এঙ্গেল নেই। লম্বালম্বি বীমও নেই কয়েকটা। এক কথায় এই ব্রিজটিতে যান চলাচলের উপযোগিতা অনেক আগেই নেই। পরিত্যাক্ত ঘোষণা না করায় চালকরা জীবনের চরম ঝুঁকি নিয়ে যানবাহন পারাপার করছে। টমটম চালক ইব্রাহীম জানালেন, তিনি এবারে কোনমতে পার হয়েছেন। যাত্রী নামিয়ে পার হওয়াও ছিল চরম ঝুঁকির। আর এই পথে মিশ্রিপাড়ায় যাবেন না বলে জানালেন ইব্রাহীম।
লতাচাপলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক মোল্লা জানান, অন্তত দুই যুগ আগে এলজিইডি কর্তৃপক্ষ ওই আয়রণ ব্রিজটি নির্মাণ করেছে। এখন জরাজীর্ণ। এটিতে যান চলাচল বন্ধ করে দেওয়া প্রয়োজন বলে মনে করছেন তিনি। তবে ওখানে একটি গার্ডার ব্রিজ করার দাবি তার।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কলাপাড়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাদেকুর রহমান জানান, আপাতত ওই জায়গায় নতুন কোন ব্রিজ করার পরিকল্পনা নেই।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply