বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

উত্তম কুমার, বাউফল: বাউফলে দুর্গা ধপূজায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায়রাখতে পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় সরকারের প্রতিনিধিরা মতবিনিয়ম করেছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বশির গাজীর সভাপতিত্বে ওই মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলা পূজাউদযাপন কমিটির সভাপতি সনজিৎ কুমার সাহা, সাধারণ সম্পাদক অতুল চন্দ্র পাল, সহসভাপতি জিতেন্দ্র নাথ রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদেরয় সাধারন সম্পাদক অধীররঞ্জন দাসবক্তব্য রাখেন। তারাজানান, সকলের সাথে সম্প্রীতিরবন্ধনে আবদ্ধ হয়ে পূজা উদযাপন করার প্রস্তুতিনিয়েছি। আসাকরিসকলেই এই উৎসবে অংশ নিয়ে পূজাকে উৎসব মূখর করে তুলবেন। পূজার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি তোলেনপূজাকমিটির নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার বশিরগাজী বলেন, দুর্গা পূজার সময় শান্তি পূর্ণ ও উৎসব মুখর পরিবেশ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সকল ধরণের প্রস্তুতি নিয়েছে। পূজা মন্ডল গুলো পূজা চলাকালীন সময় নিরপত্তা চাদরে ঢাকা থাকবে। সেনাবাহিনী পূজাম মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক কাজ করবেন বলে জানিয়েছেন বাউফল সেনাক্যাম্পের কমান্ডার সানজিদুররহমান।
মতবিনিময়সভায় আরও বক্তব্য রাখেন, বাউফল প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান বাচ্চু, প্রথমআলোর সাংবাদিক এবিএম মিজানুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মাসুমবিল্লাহ। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. রফিকুল ইসলাম এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ দুর্গাপূজায়স কলধরণেরর সহযোগীতা করবেন বলে সনাতন ধর্মাবলম্বীদের আস্বস্ত করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply