ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের আমতলীতে হ-ত্যা মা’ম’লা’য় পরিকল্পনাকারী বাদ, ওসির বি’রু’দ্ধে হু’ম’কি’র অভিযোগ কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত বরগুনা শহরে আ-গু’নে পু-ড়েছে তিনটি বসত ঘর উপকূলের শিক্ষায় প্রযুক্তির ছোঁয়া: কুয়াকাটায় ১২০ শিক্ষার্থী নিয়ে রোবোটিকস কর্মশালা
ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা

ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা

আপন নিউজ ডেস্কঃ বাংলাদেশ কেন্দ্রীয় ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির উদ্যোগে কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত জেলে নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা অংশ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সভাপতি মোসাদ্দেক হোসেন স্বপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কেন্দ্রীয় ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ইসরাইল পণ্ডিত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ হেলাল উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় ভোলা থেকে আগত জেলে করিম মিয়া অবৈধ ট্রলিং জালের ভয়াবহ প্রভাব তুলে ধরে আবেগঘন বক্তব্য দেন। তিনি বলেন, “রাক্ষসী অবৈধ ট্রলিং জাল সাগরের গুড়ি গুড়ি বড় বড় সব মাছ ধরিয়া ফালায়। মোরা সারাদিন জাল বাইয়াও ২০০ টাকার মাছ পাই না। ট্রলিং জালে সাগর আর নদীর মাছ সব শেষ কইরা ফেলছে। এইরম ধুঁইক্কা ধুঁইক্কা মরার চাইতে একসাথে বিষ খাইয়া মরাই ভালো।”

তিনি অবিলম্বে অবৈধ ট্রলিং জাল বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ক্ষুদ্র জেলেদের জীবন-জীবিকা রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

বক্তারা বলেন, অবৈধ ট্রলিং জালের কারণে উপকূলীয় অঞ্চলের ক্ষুদ্র মৎস্যজীবীরা চরম সংকটে পড়েছেন। সাগর ও নদীর মাছ নিঃশেষ হয়ে যাওয়ায় জেলেদের আয় কমে গেছে, অনেক পরিবার অনাহারের মুখে পড়ছে।

উল্লেখ্য, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি জেলেদের অধিকার ও জীবন-জীবিকা রক্ষায় ১৯৮৫ সাল থেকে কাজ করে আসছে। সংগঠনটি ২০০২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে স্বর্ণপদকে ভূষিত হয়।

সভায় আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এতে সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হন ইসরাইল হোসেন পণ্ডিত এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন বাবুল মীর।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!