শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

এস এম আলমগীর হোসেনঃ পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত হলে বিএনপি জনগণের রায়েই রাষ্ট্রক্ষমতায় আসবে। তিনি বলেন, “এই দেশের উন্নয়ন যাত্রার ভিত্তি বিএনপিই স্থাপন করেছিল। সেই অগ্রযাত্রা ধরে রাখতে জনগণের সমর্থন আবারও প্রয়োজন।”
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে আয়োজিত ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি আরও বলেন, সামনে একটি গুরুত্বপূর্ণ সুযোগ এসেছে। জনগণের সহযোগিতা ও সমর্থন পেলে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়ন সম্ভব হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়ার প্রবীণ নাগরিক ও শিক্ষাবিদ রাখাইন লুফ্রু মাস্টার। আলোচনা সভায় বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, লুৎফর রহমান তালুকদার, অধ্যাপক ড. কামরুজ্জামান মনির, মো. নজিবর রহমান, কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল আলম, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, ব্যাংকার মো. আব্দুর রব, স্থপতি ইয়াকুব খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব সংগঠক রোকনুজ্জামান পান্নু। এ সময় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এবিএম মোশাররফ হোসেনের রাজনৈতিক জীবন ও সামাজিক কর্মকাণ্ড তুলে ধরেন ইঞ্জিনিয়ার মো. কামাল হোসেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply