রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। শুক্রবার রাত ২ টার দিকে উপজেলার নীলগঞ্জ খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলো মো.জামাল মৃধা এবং মো.শামীম ঢ়াড়ী। এতে অন্ততঃ দশ লক্ষাধিক টাকা ক্ষতি হয়। দোকান দু’টি মুদি মনোহরী ছিল। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়রা প্রাথমিকভাবে ধারনা করছেন।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মো.জামাল মৃধা জানান, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি পুরো দোকান ঘরে আগুন জ্বলছে। তার ৫/৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে ।
অপর ব্যবসায়ী মো.অহিদুল জানান, সকালে দোকান খুলতে এসে দেখি লোকজনের ভীর, তবে আগুন কিভাবে লেগেছে তা কেউ বলতে পারছে না। ক্ষতিগ্রস্থ দোকান দু’টি পাশাপাশি ছিল।
কলাপাড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো.ইলিয়াস জানান, স্থানীয়দের কাছ থেকে তারা সংবাদ পেয়ে ঘটনাস্থায় যায়। প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনা হয় বলে তিনি জানান।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply