শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:১২ অপরাহ্ন

আপন নিউজ অফিসঃ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘ছাত্র জনতার আন্দোলনে পতিত স্বৈরাচার শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনী এখনও দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ সশস্ত্র সন্ত্রাসী বাহিনী দেশের সাধারণ মানুষের রাতের ঘুম হারাম করেছিল। ১৬টি বছর বিএনপিসহ সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। মানুষের বাকস্বাধীনতা ছিল না। এখন মানুষ আবার স্বাধীনভাবে কথা বলা শুরু করেছে, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু নতুন করে ফ্যাসিস্ট হাসিনার প্রেতাত্মারা দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’ এর থেকে সাবধান ও সতর্ক থাকার জন্য জনগণকে আহ্বান জানান তিনি।
শুক্রবার বিকেলে চাকামইয়া ইউনিয়নে নাসির উদ্দিন স্কুল এন্ড টেকনিক্যাল কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। এসময় আগামি সংসদ নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করতে ঐক্যবদ্ধ থেকে নেতাকর্মীদের মাঠ পর্যায়ে কাজ করার আহ্বান জানান তিনি।
চাকামইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন মানিক এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সিনিয়র সহসভাপতি জাফরুজ্জামান খোকন, মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, চাকামইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যুবনেতা মোঃ মজিবর রহমান, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন তালুকদার, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হারুন হাওলাদার, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাফর হাওলাদার, মহিলা নেত্রী রুনা বেগম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাকামইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply