
আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ার মহিপুর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪ টায় মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজে এ সভা অনুষ্ঠিত হয়।
ওই বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান মহিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ মোসাঃ ফাতেমা আক্তার রেখা, কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, সহ-সভপতি সৈয়দ নাসির উদ্দিন, শহিদুল ইসলাম বিশ্বাস, কলাপাড়া পৌরসভার মেয়র ও কলাপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি বিপুল হাওলদার, সাধারন সম্পাদক দিদার আহমেদ মাসুম, অধ্যক্ষ শহিদুল ইসলাম ও মোঃ ফিরোজ সিকদার।
এসময় কলাপাড়া উপজেলা ও মহিপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্ধিত সভা সভাপতিত্ব করেন মহিপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আঃ মালেক আকন।
Leave a Reply