
আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় পঙ্গু মোটরসাইকেল চালক জয়নাল হাওলাদার (৩৫) অর্থের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে তার চিকিৎসা। উপজেলার ইউনিয়নের হোসেনপুর গ্রামের আব্দুল সাত্তার হাওলাদারের ছেলে মোটরসাইকেল চালক জয়নাল হাওলদারকে গত ২৭/৭/২০২০ রাত ৯ টায় বাড়ি যাওয়ার পথে চলন্ত মোটরসাইকেল তার আপন ভাই মুসলিম হাওলাদার ও হাসেম হাওলাদার জমিজমা বিরোধ নিয়ে হামলা করে হাত-পা ভেঙ্গে গুড়িগুড়ি করে দেয়।
রাতে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল রেফার করেন।
বরিশাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেন।
জাগাজমি সহ শেষ সম্বল বিক্রি করে চিকিৎসার খরচ করে বাড়িতে চলে আসেন।
বর্তমানে টাকার অভাবে তার চিকিৎসা বন্ধ হয়ে গেছে। পাচ্ছিনা কোন ধরনের সাহায্য।
বুধবার বিকেলে কোন উপায় না পেয়ে কলাপাড়া সাংবাদিক ফোরামের কার্যালয় এসে তার দুঃখ কথাগুলো এভাবে বলেন। এবং সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।
জয়নালের ৪ মেয়ে রয়েছেন। বড় মেয়ে রিপার বিয়ে হয়েছে।
উমেদপুর দাখিল মাদ্রাসায় সেভেনে পড়াশোনা করে হামিদা ও সাবিলা নিজকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণি। ছোট মেয়ে মায়ের কোলে।
ওই ঘটনায় পাঁচজনকে আসামি করে তার মেয়ে মোসা: রিপা বাদী হয়ে কলাপাড়া আদালতে মামলা দায়ের করেন।
মামলায় প্রধান আসামি জেলহাজতে ও অপর আসামি হাসেম পলাতক রয়েছে।
জয়নালের মোবাইল নাম্বার 01795832898।
Leave a Reply