কলাপাড়ায় মামলায় আটকে আছে নদী পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম | আপন নিউজ

বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৫:১২ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ডালের আটি নিয়ে বাড়ী ফেরা হলো না; বজ্রপাতে মাঠেই নারী নি’হ’ত কুয়াকাটায় পুলিশ পরিচয়ে পর্যটককে মা’রধ’র করে টাকা হাতিয়ে নিলেন শ্রমিকদল নেতা নাওভাঙ্গা মাদ্রাসার সভাপতি হলেন অধ্যক্ষ মাওঃ মোঃ আব্দুল খালেক ফারুকী কলাপাড়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উদযাপিত পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির সভাপতি হলেন বাদল মাতুব্বর আমতলীতে ধারের টাকা না দিলে আ-ত্ম’হ-ত্যা’র হু-ম’কি; টাকার দাবীতে বাড়ীতে অনশণ আমতলী ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহার দাবী; নইলে ক’ঠো’র আন্দোলনের হু-ম’কি কলাপাড়ায় নীলগঞ্জ ও ধানখালী ইউনিয়ন প্রশাসক নিয়োগ কলাপাড়ায় পানিতে ডুবে শি-শু’র মৃ-ত্যু পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের স্ক্র্যাব শেডে অগ্নিকাণ্ড, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
কলাপাড়ায় মামলায় আটকে আছে নদী পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম

কলাপাড়ায় মামলায় আটকে আছে নদী পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম

বিশেষ প্রতিবেদকঃ
দেশে নদী, খাল দখলদারদের বিরুদ্ধে সরকার উচ্ছেদ অভিযান শুরু করলেও কলাপাড়ায় নদী, খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মান করা প্রভাবশালীরা রয়েছে বহাল তবিয়তে। জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার সম্প্রতি কলাপাড়ায় পরিদর্শনে এসে নদী দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়ার পরও পৌরশহরের আন্ধারমানিক নদী পাড় সহ খাল গুলোর পাশে এখনও দাড়িয়ে আছে কয়েক শতাধিক অবৈধ স্থাপনা। এ সব স্থাপনার মধ্যে প্রভাবশালীদের বহুতল ভবনও রয়েছে। স্থানীয়দের অভিযোগ ভূমি অফিসের যোগসাজশে চলছে এ অবৈধ স্থাপনা নির্মানের কাজ। কিন্তু তহশিলদারের বক্তব্য চিংগড়িয়া খাল ও আন্ধারমানিক নদী পাড়ের কতিপয় স্থাপনা নিয়ে সহকারী জজ আদালতে পৃথক দু’টি মামলায় স্থিতি আদেশ থাকায় উচ্ছেদ করা যাচ্ছেনা এসব অবৈধ স্থাপনা। তবে মামলার নিস্পত্তি নিয়ে ভূমি অফিসের কোন পদক্ষেপ না থাকা, এমনকি রাষ্ট্র পক্ষের জিপি’র উদাসীনতাকেই দায়ী করছেন পরিবেশবাদী সংগঠন সহ স্থানীয় সচেতন মহল।
এদিকে স্থানীয় ভূমি অফিসকে ম্যানেজ করে পৌরশহরের চিংগড়িয়া নদী, নাচনাপাড়া এলাকার জলাশয় সহ উপজেলার একাধিক খাল ও জলাশয়কে নাল ভূমি দেখিয়ে বন্দোবস্ত নেয়া সহ নদী দখল করে স্থাপনা নির্মানে যোগসাজশের অভিযোগ উঠেছে ভূমি অফিসের বিরুদ্ধে। মাঝে মধ্যে অবৈধ স্থাপনা নির্মানকারীদের তালিকা তৈরী ও উচ্ছেদ নোটিশ দেয়া হলেও ওই তালিকায় অন্তর্ভূক্ত হচ্ছেনা কোন প্রভাবশালীর নাম। ইতোপূর্বে পরিবেশবাদী সংগঠন বেলা’র উচ্চ আদালতে রিট পিটিশন দায়েরের পর উচ্চ আদালতের নির্দেশে পর্যটন শহর কুয়াকাটা ও মহিপুর মৎস্যবন্দরের শিববাড়িয়া নদীর দু’তীরে উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন। এছাড়া উপজেলা প্রশাসন পৌরশহরের অভ্যন্তরে প্রবাহিত খালের দু’পাড়ে অভিযান পরিচালনা করলেও ক্ষমতাসীন দলের কেউ এর আওতায় পড়েনি। এমনকি খাল, নদী দখল করে প্রভাবশালীদের তোলা বহুতল স্থাপনা সকলের চোখে দৃশ্যমান থাকলেও প্রশাসনের নজরে আসছেনা এসব। যদিও স্থানীয় ভূমি অফিস খাল-নদী-জলাশয় দখলদারের তালিকা তৈরী করে কতিপয় পরিবারকে সময় বেঁধে উচ্ছেদ নোটিশ সরবরাহ করেছে। কিন্তু এতে টিয়াখালীর দোন নদী, আন্ধারমানিক নদী, শিববাড়িয়া, খাপড়াভাঙ্গা, টিয়াখালী সহ পৌরশহরের অভ্যন্তরে প্রবাহিত খাল দখল করে অবৈধ স্থাপনা তোলা প্রভাবশালীদের নাম অন্তর্ভূক্ত হয়নি। তন্মধ্যে চিংগড়িয়া খাল ও আন্ধারমানিক নদী পাড়ের কতিপয় অবৈধ স্থাপনার মালিক সরকারকে বিবাদী করে কলাপাড়া সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়েরের পর উচ্ছেদ কার্যক্রমের বিপরীতে স্থিতি অবস্থার আদেশ দেয় বিজ্ঞ আদালত। এরপরও অদ্যবধি ভূমি অফিস কোন পদক্ষেপ না নেয়ায় নিস্পত্তি হচ্ছে না মামলা।
কলাপাড়া ভূমি অফিসের তহশিলদার আবদুল জব্বার বলেন, ’উচ্ছেদ কার্যক্রম পরিচালনায় সার্ভেয়ারকে নিয়ে তালিকা করা হচ্ছে। শীঘ্রই উচ্ছেদ করা হবে এসকল অবৈধ স্থাপনা। তবে চিংগড়িয়া খাল ও ল ঘাট সংলগ্ন আন্ধারমানিক নদী পাড়ে সরবরাহকৃত উচ্ছেদ নোটিশ নিয়ে আদালতে দু’টি মামলা আছে। এতে সাময়িক বাঁধা গ্রস্থ হয়েছে উচ্ছেদ কার্যক্রম। মামলা দু’টি নিস্পত্তি হওয়ার পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানান তিনি।’
কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ বলেন, ’সম্প্রতি জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মহোদয় উপজেলা পরিষদ সভা কক্ষে ও জেলা প্রশাসন সম্মেলন কক্ষে প্রশাসন, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারী কর্মকর্তা-কর্মচারী ও গনমাধ্যম কর্মীদের নিয়ে সভা করেছেন। উক্ত সভায় মহামান্য উচ্চ আদালতের নির্দেশনায় যে নদীর প্রান আছে তার দখলমুক্ত করে স্বত্তা ফিরিয়ে দিতে দিক নির্দেশনা দেয়া হয়েছে, উক্ত নির্দেশনা শীঘ্রই বাস্তবায়ন করা হবে।’
অনুপ দাশ আরও বলেন, গত শনিবার আমি ও ইউএনও স্যার চিংগড়িয়া ও বাদুরতলী খালের অবৈধ স্থাপনা পরিদর্শন করেছি। এর আগে পাখীমারা খাল পরিদর্শন করে উচ্ছেদ তালিকা তৈরী করেছি। ইতোমধ্যে ১৭৯ টি উচ্ছেদ তালিকা তৈরী করে তার মধ্যে বেশ কিছু উচ্ছেদ কেস নথি তৈরী করে জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে প্রেরন করেছি, যা শীঘ্রই উচ্ছেদ করা হবে। এ তালিকার বাইরেও নদ, নদী, খাল, বিল, জলাশয় উদ্ধারে নদী রক্ষা কমিশনের নির্দেশনায় উপজেলার ট্রেসিং ম্যাপ তৈরী করে জেলায় পাঠাবো। ইতোমধ্যে সকল তহশীলদারকে ট্রেসিং ম্যাপ তৈরী করার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া আদালতে চলমান মামলা নিস্পত্তিতেও পদক্ষেপ নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!