রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

রিপোর্ট-মাইনুদ্দিন আল আতিকঃ
চির নিদ্রায় শায়িত হলেন কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইউনুস আলী হাওলাদার।
শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১ টায় নিজ গ্রামে জানাজা শেষে বাড়ির আঙিনায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাঁকে। এসময় অশ্রুশিক্ত শ্রদ্ধা আর ভালোবাসায় তাঁকে চির বিদায় জানানো হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯ টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পরেন এবং সাথে সাথেই মৃত্যুবরণ করেন। পরে ইউনিয়নসহ পুরো উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫০ বছর। তিনি স্ত্রী ও তিন পুত্র সন্তানসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন ও গভীর শোক প্রকাশ করেছে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ।
মরহুমের নামাজে জানাজায় উপজেলা আওয়ামী লীগ, মহিপুর থানা আওয়ামী লীগ, ডালবুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ, ইসলামী আন্দোলন, বিএনপি ও জাতীয় পার্টির নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply