
রিপোর্ট-চঞ্চল সাহাঃ
কলাপাড়ায় মোসা. শিরিন আক্তার (২৩) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে পৌরশহরের নাচনাপাড়া এলাকার জাহাঙ্গীর গাজীর ভাড়াটিয়া বাসা থেকে লাশটি উদ্বার করা হয়। কি কারনে শিরিন মারা গেছে তা জানা যায়নি তবে শিরিনের গলায় দাগ রয়েছে। মৃত্যুটি রহস্যজনক বলে পুলিশ ধারনা করছেন। ঘটনার পর থেকে শিরিনের স্বামী মিঠু সিকদার (২৫) পলাতক রয়েছে।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান জানান, শিরিনের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এটি স্বাভাবিক কোন মৃত্যু নয়। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি উল্লেখ করেন।
Leave a Reply