কলাপাড়ায় রবিবার থেকে পাঁচদিন ব্যাপী রাস মেলা শুরু | আপন নিউজ

শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৭:১৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পটুয়াখালীস্থ গলাচিপাবাসী”র আয়োজনে ইফতার মাহফিল আমতলী গাজীপুর বন্দরের বন্যা নিয়ন্ত্রন বাধের জমি অবৈধ দখলে ৬১ ঘর উচ্ছেদে নোটিশ আমতলীতে আইনশৃঙ্খলা কমিটির সভা গলাচিপায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত কলাপাড়ায় সিপিপি কর্মকর্তার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের কলাপাড়ায় ইফতার সামগ্রী বিক্রি হচ্ছে পলিথিন কিংবা খবরের কাগজে ঠিকাদারের গাফিলতিতে আমতলী উপজেলা প্রশাসনিক ভবন নির্মাণ কাজ অনিশ্চিত গলাচিপা হাসপাতালে চলছে রমরমা কমিশন বাণিজ্য, রোগী এলেই পরীক্ষা তালতলীতে মুদি দোকানে টিসিবির পণ্য বিক্রি করায় দোকানিকে ১২ দিনের কারাদণ্ড গলাচিপা ইউএনওর স্বাধীনতা দিবস উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ
কলাপাড়ায় রবিবার থেকে পাঁচদিন ব্যাপী রাস মেলা শুরু

কলাপাড়ায় রবিবার থেকে পাঁচদিন ব্যাপী রাস মেলা শুরু

রিপোর্ট-চঞ্চল সাহাঃ
কলাপাড়ায় পৌরশহরের মদনমোহন সেবাশ্রমে আজ (২৯ নভেম্বর) থেকে পাঁচদিন ব্যাপী শ্রীশ্রী কৃষ্ণের রাস মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে এ মেলার প্রারম্ভিক অনুষ্ঠান শুরু হয়েছে, চলবে বৃহস্পতিবার পর্যন্ত। রাস মেলায় শ্রী শ্রী কৃষ্ণের ১৭ জোড়া যুগল মূর্তি দর্শন করবে পূর্ন্যার্থীরা। বিভিন্ন ধরনের পশরা সামগ্রী নিয়ে বসবে শতশত দোকানীরা। রবিবার দুপুর ১ টা ৫৪ মিনিটে পূর্নিমার তিথিতে গঙ্গাস্নান’র সময় থাকবে, তবে প্রতিবছর পূর্নিমার তিথিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে  কাকডাকা ভোরে গঙ্গাস্নান শুরু করে পূন্যাথীরা। এবছরও সোমবার ভোররাতে গঙ্গাস্নান করবে তারা। কুয়াকাটা রাধাগোবিন্দ মন্দিরে এ উপলক্ষ্যে নামকীর্তন সহ নানান কর্মসূচী রয়েছে। এবছরও স্বাস্থ্যবিধি মেনে উদ্যাপন করা হবে রাসের এ আনুষ্ঠানিকতা। ইতিমধ্যে কুয়াকাটায় পর্যপ্ত স্যানিটেশন ব্যবস্থা করা হয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তায় পয়েন্টে পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলে স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে।
এদিকে, শনিবার থেকে কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে, শতশত নারী-পুরুষ। কেউ আত্মীয়-স্বজনের বাড়ী কেউবা মন্দির আঙ্গিনায় আবার কেউ কেউ জায়গা নিয়েছে বিভিন্ন হোটেল-মোটেলে।
কলাপাড়া মদন-মোহন সেবাশ্রমের রাস উদ্যাপন কমিটির আহবায়ক কমল কৃষ্ণ হাওলাদার জানান, স্বাস্থ্যবিধি মেনে এ বছরও রাস মেলা উদ্যাপন করা হবে। ইতোমধ্যে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
একই কমটির সদস্য সচিব শেখর চন্দ্র মিত্র সেবক জানান, রবিবার দুপুরে পূর্নিমার তিথি থাকলেও সাধারনতঃ ভোররাতে গঙ্গাস্নান হয়ে আসছে। সে হিসেবে সোমবার ভোর রাতে কুয়াকাটায় গঙ্গাস্নানে মিলিত হবে মানুষ।
কলাপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার জানান, রাস মেলা উপলক্ষ্যে কুয়াকাটায় পর্যায়ক্রমে তিনটি মেডিকেল টিম কাজ করে যাচ্ছে।
মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মনিরুজ্জামান জানান, রাস মেলা উপলক্ষ্যে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। বিভিন্ন পয়েন্টে সি-সি ক্যামেরা বসানো হয়েছে। সাদা পোষাকে পুলিশের টহল সহ নো-মাস্ক, নো-সার্ভিস বাস্তবায়নে সকল ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By MrHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!