
রিপোর্ট-রাসেল মোল্লাঃ
কলাপাড়ার চাকমাইয়া ইউনিয়নের চেয়ারম্যান বাহীনির সাথে না চলার অপরাধে মোটরসাইকেল চালক মোঃ মিরাজ (২২) কে পিটিয়ে গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে মিরাজের অবস্থা গুরুতর হলে চিকিৎকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা হাসপাতালে রেফার করেন। এ ঘটনাটি ঘটেছে ২৯ নভেম্ববর সোমবার শেষ বিকেলে উপজেলার চাকামইয়া ইউনিয়নের মধ্যতারিকাটা রজব আলী’র ব্রিকফিল্ডে। আহত মিরাজ জানান, বাড়ি থেকে তারিকাটা বাজারে যাওয়ার পথে রাজবআলীর ব্রিকফিল্ডের সামনে বসে স্থানীয় প্রভাবশালী শাহাআলমের নির্দেশে একাধিক অপকর্মের মূল হোতা ফারুক, সাইফুল, ছগিল, জাহাঙ্গির, নাসির হাওলাদার আলমগীর হাওলাদার, রুহুল আমিন হাওলাদার সহ এক দল সন্ত্রাশী ব্রিকফিল্ডের ভিতরে নিয়ে তাকে ইট দিয়ে পিটিয়ে দুই পায়ে রক্তাক্ত জখম করেন ফেলে রেখে যায় পরে ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আমাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে।
Leave a Reply