বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:২৮ পূর্বাহ্ন
রিপোর্ট-চঞ্চল সাহাঃ
পটুয়াখালীর কুয়াকাটায় শনিবার সন্ধ্যায় একটি বসতঃ বাড়ী থেকে ১১ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়স্ত্রন অধিদপ্তরের সসদ্যরা। এ সময় মো.মকবুল হোসেন মুকুল (৪০) এবং মো.জহিরুল ইসলাম খান (৩০) নামে দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। এ ঘটনায় কলাপাড়া উপজেলার মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্সপেক্টর মো.ফরহাদ হোসেন জানান, কুয়াকাটার আবাসিক হোটেল ’বনানী’র হোটেল বয় মো.জহিরুল ইসলাম খান দীর্ঘদিন ধরে হোটেলে অবস্থানরত বোর্ডারদের চাহিদা অনুযায়ী মদ সাপ্লাই দিয়ে আসছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা ওই হোটেলে বোর্ডার সেজে মদ পাওয়া যায় কি-না জানতে চাইলে হোটেল বয় জহিরুল ইসলাম খান কুয়াকাটার কেরানীপাড়ায় অবস্থানরত মকবুল হোসেন মুকুল’র বাড়ী থেকে বিদেশী মদ নিয়ে আসে। বিষয়টি মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা নজরে রেখে এদের দু’জনকে আটক করে। এসময় মকবুল হোসেন মুকুলের বাড়ী থেকে ওই মদ উদ্ধার করা হয়। মকবুল হোসেন কুয়াকাটায় ভাড়া বাড়ীতে থেকে মদের ব্যবসা চালিয়ে আসছে। তার বাড়ী পটুয়াখালীর লাউকাঠী এলাকায়। অপরদিকে, জহিরুল ইসলাম খান’র বাড়ী খুলনার ছাগলদা এলাকায়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply