রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় নারী উন্নয়ন ফোরাম এর উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১০ টায় পৌর শহরের বিভিন্ন পয়েন্টে পথচারী ও দোকানদারের মাঝে এই মাস্ক বিতরণ করা হয়। মাস্ক বিতরণ ছাড়াও করোনাভাইরাস প্রতিরোধে মানুষের মাঝে সচেতনতাও প্রচার করেন।
এসময় উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও কলাপাড়া নারী উন্নয়ন ফোরাম এর সভাপতি মোসা: শাহীনা পারভীন সীমা, সাধারণ সম্পাদক ও পৌর মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, সহ-সভাপতি রুমা বেগম কোষাধ্যক্ষ মর্জিনা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় নারীনেত্রীকলাপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: শাহীনা পারভীন সীমা আপন নিউজকে বলেন, আজ মঙ্গলবার কলাপাড়া বাজারের দিন, তাই গ্রাম-গঞ্জের থেকে প্রচুর মানুষ এসেছে, এবং দোকান রয়েছে শত শত তাদের অনেকেরই মাস্ক ছিল না, আমরা নারী নেতৃবৃন্দ সবাইকে মাস্ক ব্যবহার করার জন্য উৎসাহিত করি এবং যাদের মাস্ক ছিল না তাদেরকে মাস্ক পরিয়ে দিয়েছি। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply