সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে বেগম রোকেয়া দিবস উপলক্ষে পাঁচ জয়ীতাকে সংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার দুপুরে এ সংর্বধনা দেয়া হয়।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকান। বিশেষ অতিথি ছিলেন আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম বাদল। বক্তব্য রাখেন মোসাঃ আফরোজা সুলতানা, আমতলী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন, সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী ও এইচ এম কাওসার মাদবর। সভায় বিশেষ অবদানের জন্য মনোনিত পাঁচ জয়ীতা অবসরপ্রাপ্ত অধ্যাপিকা মোসাঃ রেহেনা মাহবুব, আমতলী বকুলনেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপিকা মোসাঃ ফেরদৌসী আকতার, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মনিরা বেগম, রোজিনা সুলতানা ও ফাতিমাকে সংবর্ধনা দেয়া হয়। সভায় পাঁচ জয়ীতাকে সম্মাননা স্বারক ও সনদ দেয়া হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply