
রিপোর্ট-চঞ্চল সাহাঃ
পটুয়াখালীর কলাপাড়ায় মাদক সেবনের দায়ে আটককৃতদের জব্দ করা মোটর সাইকেল চালাতে গিয়ে জনতার রোষানলে পড়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা। পড়ে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে কলাপাড়া থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। গত সোমবার (৭ ডিসেম্বর ) সন্ধ্যায় পৌরশহরের নতুন বাজার এলাকায় ঘটনাটি ঘটলে উপস্থিত মানুষের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয় ।
জানা গেছে, এক সপ্তাহ আগে উপজেলার মহিপুর থানাধীন আমখোলাপাড়া এলাকা থেকে মাদক সেবনের দায়ে দৃ’টি মোটরসাইকেল সহ চারজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে কর্মরত সদস্যরা। জব্দকৃত ওই মোটরসাইকেল দুটি প্রায়ই ব্যবহার করতেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা। বিষয়টি মোটরসাইকেল মালিকদের আত্মীয় -স্বজন সহ স্থানীয়দের নজরে আসে। তারা এর প্রতিবাদ করলে তাদেরকে আটককের ভয় দেখানো হয়। ৭ ডিসেম্বর সন্ধ্যায় পুনরায় জব্দকরা মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ওই মোটরসাইকেল সহ তাদের থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.আসাদ রহমান জানান, যেহেতু মোটর সাইকেল দুটি জব্দ করা হয়েছিল, সেই হিসেবে তাদের ব্যবহার করা সঠিক হয়নি বলে তিনি উল্লেখ করেন।
স্থানীয় বাসিন্দা সৈকত জানায়, জব্দকৃত মোটরসাইকেল কেন ব্যবহার করছেন, জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের লোকজন তাকে আটকের ভয় দেখায় ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কলাপাড়ায় কর্মরত সাব-ইন্সপেক্টর মো.মোস্তাফিজুর রহমান জানান, মোটরসাইকেলের চেসিস নাম্বার এবং মেশিন নাম্বার জানার জন্য মেকারের কাছে নিয়ে আসা হয়েছিল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর পটুয়াখালী জেলার উপ-পরিচালক মো.মিজানুর রহমান জানান, জব্দকৃত মোটরসাইকেল চালানো যাবে কি-না তা বিধিতে নেই , তবে ব্যবহার অনুচিত বলে তিনি উল্লেখ করেন।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কলাপাড়ার ইন্সপেক্টর মো.ফরহাদ হোসেনের মুঠো ফোনে (০১৭৯৩০০৯১৪৩) একাধিকবার কল করলেও তিনি তা রিসিফ করেননি।
Leave a Reply