শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০১:১১ অপরাহ্ন
রিপোর্ট-নুরুল আমিনঃ
কলাপাড়ায় ছগির বাহিনী আবারও তান্ডব চালিয়েছে। অস্ত্রের মুখে কৃষকের ক্ষেতের ধান জোড় করে কেটে নেয়ার ঘটনায় মামলা হয়েছে। গত সোমবার (১ ডিসেম্বর) উপজেলা বিজ্ঞ জুডিশিয়াল আদালতে এই মামলাটি দায়ের করেন উপজেলার পশ্চিম চাপলী গ্রামের মুজাফফর আহম্মেদ এর পুত্র মোঃ মেজবাউদ্দিন (৬০)। মামলা নং ৮৪৯/২০২০। মামলা সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম চাপলী গ্রামের মৃত আঃ রাজ্জাক মাষ্টার এর পুত্র জাকির হোসেন (৩৫), ছগির মাহমুদ (৩৮), নাইমুর রহমান নাসির (৩০) ও একই গ্রামের সাইফুল্লাহর পুত্র দেলোয়ার হোসেন (৩০) পরস্পর এক জোট হয়ে দা, ছেনা ইত্যাদি ধারালো অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া মামলার বাদী কৃষক মেজবাহউদ্দিনের রোপনকৃত জমির ধান কেটে নিয়ে যায়। কেটে নেয়া ধানের বাজার মূল্য প্রায় ১০ হাজার টাকা। এর আগে জমিতে অবৈধভাবে মাটি কাটিয়া জমির আকার আকৃতির পরিবর্তন করিয়া প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি করে ওই চক্রটি। মামলার বাদী আরও জানান, উল্লেখিত জাকির গংরা এলাকার দাঙ্গা হাঙ্গামাকারী, সর্দার লাঠিয়াল, দস্যু ও রাহাজানী প্রকৃতির লোক। তাদের জোর জুলুম অন্যায় অত্যচারে এলাকার মানুষ অতিষ্ঠ। এর আগেও ওই বাহিনী বহুবার এলাকার মানুষের উপর হামলা মামলার ঘটনা ঘটিয়ে নান রকম হয়রানী ও আর্থিকভাবে ক্ষতি করে আসছে। তারা নিজেদের সৃষ্টি করা জাল কাগজ পত্রকে খাটি কাগজ বলে দাবী করে মানুষের সহায় সম্পত্তি আত্মসাৎ করার চক্রান্তে লিপ্ত আছে। এ ব্যপারে একাধিকবার পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও অজ্ঞাত কারনে চক্রটি ধরা ছোয়ার বাইরে রয়েছেন। ফলে দিনে দিনে তারা আরও বেপরোয়া হয়ে উঠছে বলে মেজবাউদ্দিন দাবী করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply