কলাপাড়ায় গাছ কাটা মামলায় ৪ জন ভুমিদস্যুকে আট মাস বিনাশ্রম কারাদন্ড আদেশ প্রদান করেছেন আদালত।
মামলা সুত্রে জানা গেছে, উপজেলার ধুলাসার ইউনিয়ন পরিষদের পশ্চিম চাপলী গ্রামের মোক্তার আলী হাওলাদারের পুত্র মোঃ ফজলুর রহমান হাওলাদারের বসতবাড়ীর ৪০ বছরের জন্মানো একটি রেন্ট্রি গাছ স্হানীয় ভুমিদসদ্যু আঃ মালেক মিয়াসহ ১০/১২ জনসহ গত ২৮ অক্টোবর ২০১৫ বুধবার সকালে জোর পুর্বক কেটে নিয়ে যায়। যার আনুমানিক মুল্য ৫০ হাজার টাকা। এ ব্যাপারে ফজলুর রহমান হাওলাদার বাদী হয়ে আঃ মালেক মিয়াসহ ১০ জনের বিরুদ্ধে ৩০ অক্টোবর কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করে। বিচারক মামলাটি আমলে নিয়ে বাদীপক্ষের সাক্ষী প্রমান গ্রহনে ঘটনা প্রমানিত হওয়ায় সোমবার (১৪ ডিসেম্বর) আসামী আঃ মালেক মিয়া(৩২), কালা মিয়া (৪০), ছালাম মিয়া (৩৫), আঃ আজিজ মিয়া(৩১) কে আট মাস করে বিনাশ্রম কারাদন্ড আদেশ প্রদান করেছেন। সাজাপ্রাপ্ত আসামীদের পক্ষে নিয়োজিত আইনজীবী আপীল সাপেক্ষে জামিনের আবেদন করলে বিচারক তাদের জামিনাবেদন মন্জ্ঞুর করেন। বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন, আইনজীবী খন্দকার নাসিরউদ্দিন,আসামীপক্ষে আইনজীবী খন্দকার শাহাবুদ্দিন।
Leave a Reply