
আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় ট্রাক ব্রেক করায় পিছন থেকে আসা মোটরসাইকেলটি পেছনে ধাক্কা লাগে মোটরসাইকেলের সামনে থাকা জুনায়েদ (১০) মাথায় আঘাতে পেয়ে গুরুতর আহত হয়েছে।
কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বাবলাতলা গ্রামের সোহাগ দফাদারের ছেলে জুনায়েদ, স্ত্রী এ শালুক পার্শ্ববর্তী উপজেলা আমতলী আত্মীয় বাড়িতে মোটরসাইকেলযোগে যাচ্ছিল। এমন সময় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বান্দ্রা নামক স্থানে সামনে থাকা ট্রাক হঁঠাৎ ব্রেক করায় মোটরসাইকেলটি পিছন থেকে ধাক্কা লাগলে মোটরসাইকেল এর সামনে শিশুটি মাথায় মারাত্মক আঘাত পায়।
স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন।
বর্তমানে বরিশাল শেবাচিম হাসপাতালে কাতরাচ্ছেন।
Leave a Reply