নৌকায় ভোট দিলে কুয়াকাটার উন্নয়ন হবে-আফম বাহাউদ্দীন নাসিম | আপন নিউজ

শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১১:৪১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সভাপতি রুবেল, সম্পাদক সুমন, লালুয়া বানাতী বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন অনুষ্ঠিত গলাচিপায় রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে শান্তিপূর্ণ মিছিল গলাচিপায় চেকের মামলায় এক শিক্ষকের ৬ মাসের সাজা ও সমুদয় অর্থ ফেরত গলাচিপায় জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা গলাচিপায় শিক্ষার বিকল্প নেই বললেন-জেলা প্রশাসক শরীফুল ইসলাম গলাচিপায় যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা চেষ্টার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা গলাচিপায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে গলাচিপায় গৃহবধুর আত্মহত্যা জীবনে স্বপ্নেও ভাবি নাই মুই ঘরের মালিক হমু রহমতের পানিতে তরমুজ চাষিদের স্বপ্ন পুড়ে ছাই; কৃষকরা আসল নিয়ে দুচিন্তায়
নৌকায় ভোট দিলে কুয়াকাটার উন্নয়ন হবে-আফম বাহাউদ্দীন নাসিম

নৌকায় ভোট দিলে কুয়াকাটার উন্নয়ন হবে-আফম বাহাউদ্দীন নাসিম

বিশেষ প্রতিবেদকঃ
বাংলাদেশ আওয়ামীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারন সম্পাদক কৃষিবিদ আফম বাহাউদ্দীন নাসিম বলেছেন ,’শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজকে উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে সারা বিশ্বে পরিচিতি পেয়েছে। তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত কুয়াকাটা পৌরসভা নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত আওয়ামীলীগ প্রার্থী আ: বারেক মোল্লাকে নৌকায় ভোট দিন। আপনারা নৌকায় ভোট দিলে কুয়াকাটা পৌরসভার উন্নয়ন কার্যক্রম তরান্বিত হবে, এটি প্রথম শ্রেনীর পৌরসভায় উন্নীত হবে।’
শুক্রবার (২৫ডিসেম্বর) শেষ বিকেলে আওয়ামীলীগ’র উদ্দোগে স্থানীয় রাখাইন মাঠে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থনে অনুষ্ঠিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দীন নাসিম আরও বলেন, ’তলাবিহীন ঝুড়ির দেশ থেকে বাংলাদেশ আজকে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। ৯৬’র আগে কুয়াকাটার অবস্থা আর আজকে কুয়াকাটার উন্নয়ন কর্মকান্ড বিবেচনা করে আপনারা নৌকায় ভোট দিন। কুয়াকাটার অনুর্বর বালু মাটি আজকে সোনার মাটিতে পরিনত হয়েছে। এখানে কিছু ভ‚মিদস্যু গডফাদার তৈরী হয়েছে। এসকল ভূমি দস্যু, চাঁদাবাজ ও মাদকাসক্তদের প্রতিহত করতে আগামী ২৮ তারিখ ভোট কেন্দ্রে উপস্থিত থেকে সারাদিন নৌকায় ভোট দিন।’
বাহাউদ্দীন নাসিম বলেন, ’প্রশাসনে লুকিয়ে থাকা জামাত-বিএনপি’র যদি কেউ থাকেন, যারা ভ‚মি দস্যুদের মদদ দাতা হিসেবে কাজ করছেন। স্থানীয় আওয়ামীলীগ নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার ইন্ধন দিচ্ছেন। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। দেশ বিরোধী শক্তিকে আমরা আওয়ামীলীগ নেতা কর্মীরা ভয় পাইনা, তাদের মূলোৎপাটন করা হবে।’
কুয়াকাটা পৌর আওমীলীগ সম্পাদক মনির আহমেদ ভ‚ঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পদক অ্যাডভোকেট আফজাল হোসেন। তিনি বলেন, কুয়াকাটার উন্নয়ন নিয়ে শেখ হাসিনা ভাবেন। বিজয়ের মাসে নৌকায় ভোট দিয়ে আপনারা আর একটি বিজয় সূচিত করুন। নৌকায় ভোট দিন, সারা দেশে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করুন।’
নৌকা প্রার্থী আবদুল বারেক মোল্লা বলেন, ’৪০ বছর ধরে অওয়ামীলীগের সাথে আছি। সরকার কুয়াকাটার উন্নয়নে বহুমুখী উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। ইতোমধ্যে প্রায় দেড়শত কোটি টাকার উন্নয়ন কাজ সম্পন্ন হতে চলছে। আরও শত কোটি টাকার টেন্ডার হয়েছে। কুয়াকাটার অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করতে আমাকে নৌকায় ভোট দিন।’
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অধ্যাপক মঞ্জুরুল আলমের সঞ্চালনায় নৌকা প্রতীকের সমর্থনে অনুষ্ঠিত পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন, সম্পাদক ভিপি আবদুল মান্নান, কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মো: মাহবুবুর রহমান তালুকদার, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, কলাাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান, বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েল, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, মহিলা আওয়ামীলীগের কলাপাড়া উপজেলার আহবায়ক ও স্থানীয় এমপি অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান’র সহধর্মিনী অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, জেলা ছাত্রলীগের সভাপতি হাসান সিকদার, সম্পাদক ওমর ফারুক ভূইয়া প্রমূখ।
নির্বাচনী প্রচারনার পথ সভাটি একসময় জনসমুদ্রে পরিনত হয়। উপস্থিত হাজার হাজার মানুষ দু’হাত তুলে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By MrHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!