পটুয়াখালী প্রতিবেদকঃ
দক্ষতা বৃদ্ধিসহ সচেতনতা তৈরির লক্ষ্যে ট্যুর অপারেটর, ট্যুরিষ্ট গাইড, স্ট্রীট ফুড ভেন্ডর ও কমিউনিটি বেইজড ট্যুরিজম নিয়ে কুয়াকাটায় তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। পর্যটন হলিডে হোমস’র হল রুমে চারটি আলাদা বিষয় ভিত্তিক এ প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে শুক্রবার। কুয়াকাটা সমুদ্র সৈকতে ট্যুরিজম ভিত্তিক ক্ষুদ্র ব্যবসায়ী, ট্যুরিষ্ট গাইড, ট্যুর অপারেটর ও রাখাইনদের কমিউনিটি বেইজড ট্যুরিজমে দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড পরিচালক (যুগ্ম সচিব) আবু তাহের মোহাম্মাদ জাবের, পরিচালক (যুগ্ম সচিব) সাইফুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, বোরহান উদ্দিনসহ বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ট্রেনার বৃন্দ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার, সেক্রেটারী জেনারেল আনোয়ার হোসেন আনু সহ ট্যুর অপারেটর বৃন্দ। প্রশিক্ষণ কর্মশালায় ১২০জন প্রশিক্ষানার্থী অংশগ্রহন করছে।
প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্ম সচিব) আবু তাহের মোহাম্মাদ জাবের বলেন, কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পরিকল্পিত পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা পরিকল্পনা নিয়েছেন। একটি মাষ্টার প্লান তৈরী করার পরিকল্পণা গ্রহন করেছে। মাষ্টার প্লান তৈরী করার জন্য ইতোমধ্যে বিদেশী কনসালটেন্ট নিয়োগ করা হয়েছে। ইতোমধ্যে প্রাথমিকভাবে কাজ শুরু হয়েছেন।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্ম সচিব) সাইফুল ইসলাম বলেন, কুয়াকাটাকে পর্যটক বান্ধব হিসেবে গড়ে তুলতে হবে। পরিস্কার পরিচ্ছন্ন পর্যটন নগরী হিসেবে পর্যটকদের উপহার দিতে হবে। পর্যটনমুখী সকল ব্যবসায়ী ও এখানকার মানুষদের পর্যটন বান্ধব মানুষ হতে হবে। তা হলেই কুয়াকাটায় দেশী বিদেশী পর্যটকদের আগমন ঘটবে। তিনি বলেন, কুয়াকাটা সমুদ্র সৈকত পর্যটন নগরী হিসেবে দেশে বিদেশের পর্যটকদের কাছে পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে। সূর্যোদয় সূর্যাস্তের মত বিরল দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও সমুদ্র সৈকত পর্যটকদের দৃষ্টি কেড়েছে। তারপরও কুয়াকাটা সৈকতে আশানারূপ পর্যটকদের আগমন ঘটছে না। এজন্য পর্যটন এলাকার ব্যবসায়ীসহ স্থানীয়দের আচরন বিধির পরিবর্তন ও সেবার মানষিকতা নিয়ে কাজ করতে হবে। প্রয়োজন দক্ষ জনবল। তাই বাংলাদেশ টুরিজম বোর্ড পর্যটন বান্ধব দক্ষ জনবল তৈরী এবং সচেতনতা সৃষ্টি লক্ষে এ প্রশিক্ষনের আয়োজন করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
Leave a Reply