
আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়া পৌরশহরের বিশিষ্ট ব্যবসায়ী আবদুল আজিজ সিকদার ইন্তেকাল করেছেন (ইন্নানিলল্লাহি ……রাজিউন)। বৃহস্পতিবার মরহুমের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে আটটায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭৪ বছর। তিনি স্ত্রী, ৪ পুত্র এক কন্যাসহ বহু আত্নীয় স্বজন রেখে গেছেন।মরহুমের নামাজে জানাজা বৃহস্পতিবার বেলা ১১ টায় বাদুরতলী জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানজা শেষে এতিমখানা গোরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন কলাপাড়া পৌরশহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি দিদার উদ্দিন আহমেদ মাসুম, সাধারন সম্পাদক মোঃ ফিরোজ সিকদার , কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মো: এনামুল হক, কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন ও উপজেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মুসা সহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
Leave a Reply