কলাপাড়া পৌরসভা নির্বাচন; আ.লীগের মনোনয়ন প্রত্যাশী দিদার উদ্দিন আহমেদ মাসুম | আপন নিউজ

শনিবার, ১৮ মে ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অর্ধশতাধিক অসহায় মানুষ পেল প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা সাংবাদিক জীবন কৃষ্ণ মন্ডল’র পরিবারের পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী আমতলীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থীকে দশ হাজার টাকা অর্থদন্ড আমতলীতে চাঁদা না দিলে বিধরা নারীকে প্রাণ নাশের হুমকি; সংবাদ সম্মেলনে অভিযোগ কলাপাড়ায় মুরগীসহ পালনের উপকরণ দেয়ার কথা বলে টাকা হাতিয়ে উধাও প্রতারক সংস্থা আমতলী সরকারী কলেজের সামনের অবৈধ স্থাপনা অপসারণ দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ কলাপাড়ায় স্ত্রী কর্তৃক প্রবাসী স্বামীর টাকা আত্মসাতের অভিযোগ কলাপাড়ায় পূর্ব শত্রুতা বসত ফের ব্যবসায়ীর বাড়িতে চু’রি; ৮ লক্ষ টাকার মালামাল লু’ট কলাপাড়ায় শিক্ষককে মারধর, প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ও সমাবেশ গলাচিপায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন
কলাপাড়া পৌরসভা নির্বাচন; আ.লীগের মনোনয়ন প্রত্যাশী দিদার উদ্দিন আহমেদ মাসুম

কলাপাড়া পৌরসভা নির্বাচন; আ.লীগের মনোনয়ন প্রত্যাশী দিদার উদ্দিন আহমেদ মাসুম

বিশেষ প্রতিনিধিঃ
১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মমেনোনয়ন প্রত্যাশী, পৌর আওয়ামীলীগের সম্পাদক ও কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’র সভাপতি দিদার উদ্দীন আহমেদ মাসুম। তৃনমূল আওয়ামীলীগের কাঙ্খিত প্রার্থী মাসুম’র ’নৌকায় ভোট দিন’ শ্লোগান সম্বলিত দলীয় প্রচারনামূলক একটি ব্যতিক্রমী ডিজিটাল প্রকাশনা সাড়া ফেলেছে পৌরশহরের নাগরিক সহ দলের তৃনমূল নেতা-কর্মীদের মাঝে।
ডিজিটাল এ প্রকাশনার প্রচ্ছদে রয়েছে ’বঙ্গবন্ধু ও তার দৌহিত্র সজীব ওয়াজেদ জয় এবং মাদার অব হিউম্যানিটি, জননেত্রী, দেশরত্ন শেখ হাসিনার ছবি। এছাড়া নৌকার প্রতীক সহ ’নৌকায় ভোট দিন’ দলীয় প্রচারনা রয়েছে প্রচ্ছদে। শেষে রয়েছে জাতীয় স্মৃতি সৌধের ছবি সহ দলীয় প্রচারনা ’আলোর পথে এগিয়ে যেতে, নৌকায় ভোট দিন।’ ভেতরের পাতায় রয়েছে জেল হত্যা দিবসে শাহাদাৎ বরনকারী চার নেতার ছবি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল’র ছবি সহ মনোনয়ন প্রত্যাশী মাসুম’র রাজনৈতিক কর্মকান্ডের কিছু খন্ড চিত্র।
আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী দিদার উদ্দীন আহমেদ মাসুম ১৯৭৫-৭৭ পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের খেপুপাড়া হাইস্কুল শাখার সদস্য ছিলেন, ১৯৭৮-৭৯ থানা ছাত্রলীগের সদস্য, ১৯৮০ সালে থানা ছাত্রলীগের সহ-সভাপতি, ১৯৮৬ সালে আওয়ামী যুবলীগের আহবায়ক, ১৯৯৭ সালে পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছিলেন। সেই ১৯৭৫ থেকে আওয়ামীলীগের রাজনীতিতে সক্রিয় দিদার উদ্দীন আহমেদ মাসুম। ২০১১-১৮ পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন । ২০১৯-২১ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক হিসেবে ফের নির্বাচিত হন মাসুম। এরমধ্যে ২০০৪ সালে কলাপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করার সুযোগ পেলেও বিএনপি-জামাত জোট সরকারের প্রকাশ্য ভোট ডাকাতির নির্বাচনে পরাজিত হন তিনি।
আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী দিদার উদ্দীন আহমেদ মাসুম বলেন, ’জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আজ তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাস্তবায়নের শেষ প্রান্তে। উন্নয়ন ও সাফল্যে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে রোল মডেল। দেশের দক্ষিনা লে পায়রা তৃতীয় সমুদ্র বন্দর, ১৩২০ মেগাওয়াটের ৪টি তাপ বিদ্যুৎ কেন্দ্র, শের-ই-বাংলা নৌ ঘাঁটি, সাবমেরিন ক্যাবল ষ্টেশন, পর্যটন কেন্দ্র, ফোর লেন সড়ক, বিশেষ অর্থনৈতিক অ ল, শহীদ নজরুল ইসলাম সেতু, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সেতু সহ সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডে কলাপাড়া এখন সমগ্র উন্নয়নের কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে। আমি গনতন্ত্র ও উন্নয়নের রুপকার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগের একজন কর্মী হয়ে জনগনের সেবা করার ব্রত নিয়ে পৌরসভা নির্বাচনের দলের মনোনয়ন প্রত্যাশা করছি।’
আওয়ামীলীগ নেতা মাসুম আরও বলেন,’আমার শ্রদ্ধাভাজন মামা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব:) শওকত আলী বঙ্গবন্ধুর সহচর ছিলেন, আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর সাথে ২৬ নম্বর আসামী ছিলেন তিঁনি। পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে পাকিস্তান ছেড়ে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীনে অগ্রনী ভূমিকা রেখেছেন। তিঁনি জাতীয় একাদশতম সংসদের ডেপুটি স্পীকার ছিলেন। আমার বড় ভাই আলাউদ্দীন আহমেদ দীর্ঘদিন কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছিলেন। বর্তমানে তিনি আমেরিকা প্রবাসে থেকেও প্রবাসীদের নিয়ে আওয়ামীলীগের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আমি আওয়ামীলীগ পরিবার থেকে বেড়ে ওঠা একজন দলীয় কর্মী হিসেবে শেখ হাসিনার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে আসন্ন কলাপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশায় সবার সহযোগীতা ও দোয়া কামনা করছি।’
এদিকে দলীয় প্রার্থী নির্ধারনে বুধবার (৬জানুয়ারী) সকাল ১০টায় তৃনমূলের কর্মীসভা আহবান করেছে কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ। এতে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে থেকে তৃনমূলের ভোটে তিনজন প্রার্থীর নাম কেন্দ্রে প্রেরনের কথা শোনা গেছে। এদের মধ্যে বর্তমান মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা কৃষকলীগের সভাপতি আখতাউর রহমান হারুন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মঞ্জুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফিরোজ সিকদার, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য সচিব মোসা: বিলকিস জাহান রয়েছেন। বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীর তালিকায় রয়েছে উপজেলা বিএনপি’র সম্পাদক হাজী হুমায়ুন সিকদার, যুগ্ম সাধারন সম্পাদক গাজী ফারুক, মুসা তাওহীদ নান্নু মুন্সী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দীন প্রমূখ। চরমোনাই সমর্থিত বাংলাদেশ ইসলামী অন্দোলনের প্রার্থী তালিকায় রয়েছে সেলিম মিয়া। জাতীয় পার্টি (এ), জাসদ থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে এখন পর্যন্ত কোন প্রার্থীর নাম আলোচনায় আসেনি।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিলে জানা যায়, চতুর্থ ধাপে ঘোষিত ৫৬টি পৌরসভা নির্বাচনের মধ্যে কলাপাড়া পৌরসভায় এবার প্রথম ভোট অনুষ্ঠিত হবে ইভিএম পদ্ধতিতে। ১৭ জানুয়ারী মনোনয়ন দাখিল, ১৯ জানুয়ারী বাছাই, ২৬ জানুয়ারী মনোনয়ন প্রত্যাহারের তারিখ নির্ধারন সহ ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবসে ভোট অনুষ্ঠিত হবে। এবারের কলাপাড়া পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১২৮৮৩। তন্মধ্যে নারী ৬৫৫০, পুরুষ ৬৩৩৩।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!