কলাপাড়ায় কাউন্সিলর পদে সাবেক ছাত্রলীগ সভাপতির মনোনয়ন দাখিল | আপন নিউজ

শনিবার, ১৮ মে ২০২৪, ০১:০৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অর্ধশতাধিক অসহায় মানুষ পেল প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা সাংবাদিক জীবন কৃষ্ণ মন্ডল’র পরিবারের পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী আমতলীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থীকে দশ হাজার টাকা অর্থদন্ড আমতলীতে চাঁদা না দিলে বিধরা নারীকে প্রাণ নাশের হুমকি; সংবাদ সম্মেলনে অভিযোগ কলাপাড়ায় মুরগীসহ পালনের উপকরণ দেয়ার কথা বলে টাকা হাতিয়ে উধাও প্রতারক সংস্থা আমতলী সরকারী কলেজের সামনের অবৈধ স্থাপনা অপসারণ দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ কলাপাড়ায় স্ত্রী কর্তৃক প্রবাসী স্বামীর টাকা আত্মসাতের অভিযোগ কলাপাড়ায় পূর্ব শত্রুতা বসত ফের ব্যবসায়ীর বাড়িতে চু’রি; ৮ লক্ষ টাকার মালামাল লু’ট কলাপাড়ায় শিক্ষককে মারধর, প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ও সমাবেশ গলাচিপায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন
কলাপাড়ায় কাউন্সিলর পদে সাবেক ছাত্রলীগ সভাপতির মনোনয়ন দাখিল

কলাপাড়ায় কাউন্সিলর পদে সাবেক ছাত্রলীগ সভাপতির মনোনয়ন দাখিল

বিশেষ প্রতিবেদকঃ
পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে ২নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সংশ্লিষ্ট ওয়ার্ডের বার বার নির্বাচিত কাউন্সিলর মো: হুমায়ুন কবির নির্বাচনী প্রতিদ্বন্দ্বতায় ফের অংশ নিতে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার (১৪জানুয়ারী) বিকেলে কলাপাড়া নির্বাচন অফিসার আ: রশিদের কাছে তিনি তার মনোনয়ন পত্র জমা দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তার সহধর্মিনী মহিলা আওয়ামীলীগ নেত্রী সালমা কবির, নারী নেত্রী ও কাউন্সিলর মনোয়ারা বেগম, সিনিয়র সাংবাদিক জীবন কুমার মন্ডল, কলেজ শিক্ষক মোশারেফ হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে সংশ্লিষ্ট ওয়ার্ডের সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে নির্বাচন, প্রচার-প্রচারনা সম্পন্নের লক্ষে নিজ বাস ভবনে দোয়া মোনাজাত করা হয়। এতে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, কর্মী-সমর্থক সহ সংশ্লিষ্ট ওয়ার্ডের উল্লেখযোগ্য সংখ্যক ভোটার উপস্থিত ছিলেন।
এদিকে নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেয়ার পর সাবেক ছাত্রলীগ সভাপতি ও আওয়ামীলীগ নেতা মো: হুমায়ুন কবির আপন নিউজ’কে বলেন, ’পৌরসভার ২নং ওয়ার্ডের ভোটারগন আমাকে বারংবার তাদের মূল্যবান ভোট দিয়ে কাউন্সিলর হিসেবে জয়যুক্ত করেছেন। আমি তাদের সুখ, দু:খে ও সংশ্লিষ্ট ওয়ার্ডের উন্নয়নে সব সময় নিজেকে আত্মনিয়োগ করেছি। ভবিষ্যতেও তাদের পাশে থেকে আমার পরিকল্পনাধীন সংশ্লিষ্ট ওয়ার্ডের উন্নয়ন কাজ সমাপ্ত করতে চাই।’
উল্লেখ্য, চতুর্থ ধাপে ঘোষিত ৫৬টি পৌরসভা নির্বাচনের মধ্যে কলাপাড়া পৌরসভায় এবার প্রথম ভোট অনুষ্ঠিত হবে ইভিএম পদ্ধতিতে। ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবসে ভোট অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রার্থীদের নিয়ে এখন ভোটারদের চায়ের কাপে চলছে আলোচনার ঝড়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!