
আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়া পৌরসভায় ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে বাংলাদেশ ইসলামী আন্দোলন হাতপাখা প্রতীক মেয়র প্রার্থী মোঃ সেলিম মিয়ার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) বিকালে কলাপাড়া পৌরসভার ১ নং নাচনাপাড়া চৌরাস্তায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকের উঠান বৈঠক প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশ্রাফ আলী আকন। আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলার সভাপতি আলহাজ্ব মুফতী হাবিবুর রহমান হাওলাদার, সেক্রেটারি আর. আই. এম. আহিদুজ্জামান, কলাপাড়া পৌরসভা নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীক মেয়র প্রার্থী মোঃ সেলিম মিয়া, নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া পৌর শাখার সভাপতি আবু হানিফ রেজা প্রমূখ।
উঠান বৈঠক সভায় সঞ্চালনা করেন মাওলানা মোস্তাফিজুর রহমান।
Leave a Reply