
আপন নিউজ রিপোর্টঃ
পটুয়াখালীর কলাপাড়ায় চাঁদা না দেওয়ায় ট্রলার মালিক জহিরুল ইসলাম (২২) কে মারধোর করে নগদ টাকা ছিনিয়ে নিয়েছে হামলাকারী।
স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় কলাপাড়া মুন্সি ঘাট এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
হাসপাতালে আহত ট্রলার মালিক জহিরুল ইসলাম জানান, কলাপাড়া-তেগাছিয়া রোডে রুটি ট্রলার চালান। ট্রলার চালানোর জন্য প্রায় সময় চাঁদা দাবি করে আসছিল।
এটনার দিনে ১০ /১২ জন এসে তাকে মারধর করে গ্রামের দোকানদারদের মালামাল কেনার জন্য ট্রলারের মালিকের কাছে দেওয়া ৯৩ হাজার পাচঁশত টাকা ছিনিয়ে নিয়ে যায়। সে উপজেলা মিঠাগঞ্জ ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের মীর মুজিবুর রহমান ছেলে।
এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি শুনেছি, খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।
Leave a Reply