মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০১:৫১ পূর্বাহ্ন
আপন নিউজ রিপোর্টঃ
“টিকা নিন সুস্থ থাকুন” এ স্লোগান নিয়ে কলাপাড়া থানা পুলিশের উদ্যোগে কোভিড-১৯ (করোনা) ভ্যাকসিন রেজিস্ট্রেশন বুথ খোলা হয়েছে। মঙ্গলবার সকালে কলাপাড়া থানা চত্বরে করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন বুথের প্রাথমিক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান।
বিনাখরচে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সব শ্রেণির মানুষ এই বুথ থেকে করোনা ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন সুবিধা পাবেন।
শুধু জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বরের মাধ্যমে রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান, ওসি (তদন্ত) আসাদুর রহমান সহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ মহৎ উদ্যোগকে সফলভাবে সম্পন্ন করতে পুলিশ ফ্রি করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন বু্থ স্থাপন করা হয়েছে। সাধারণ মানুষ যাতে খুব সহজেই এ ভ্যাকসিন সহায়তা পান,সেটা মাথায় রেখেই পুলিশি কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানিয়েছেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply